• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo
বেসরকারি বাজার প্রতিষ্ঠা করবে ডিএনসিসি
বেসরকারি বাজার প্রতিষ্ঠার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। পাশাপাশি বাজার পরিচালনায় সুশৃঙ্খল এবং সুষ্ঠু ব্যবস্থাপনা আনার লক্ষ্যে প্রণীত খসড়া প্রবিধান প্রণয়ন ও চূড়ান্তকরণের জন্য কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।  এর আগে, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এই ৮ সদস্যের কমিটি অনুমোদন দিয়ে অফিস আদেশ জারি করেন। ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্যসচিব করা হয়েছে ডিএনসিসির রাজস্ব কর্মকর্তাকে। কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, ডিএনসিসির সচিব আইন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) এবং উপপ্রধান রাজস্ব কর্মকর্তা। আরটিভি/একে
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০

বাজার সিন্ডিকেট ভাঙতে ড্যাফোডিল শিক্ষার্থীর উদ্ভাবন ‘বাজারদর’ অ্যাপ
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)’র শিক্ষার্থী মো. ইব্রাহিম মোল্লা তৈরি করেছেন একটি অত্যাধুনিক অ্যাপ ‘বাজারদর’; যা বাজারের মূল্য নির্ধারণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে। এই অ্যাপটি শুধু গ্রাহকদের সঠিক বাজারমূল্য জানাতে সক্ষম নয়, বরং এটি বাজারের সিন্ডিকেট ভেঙে সঠিক মূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইব্রাহিম এই অ্যাপটি বাংলাদেশ সরকারকে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে চান। অ্যাপের প্রধান ফিচারসমূহ: ১. এই অ্যাপটি জেলার ভিত্তিতে খাদ্যদ্রব্যের সঠিক মূল্য প্রদান করে, যা সাধারণত দেশব্যাপী বা বিভাগীয় ভিত্তিক নয়।   ২. ইন্টারনেট সংযোগ না থাকলেও পূর্বের ডাটা লোড করে কাজ করা সম্ভব, যা গ্রাহকদের জন্য বিশেষভাবে উপযোগী।    ৩. বাজারে গেলে যদি কোনো দোকানদার অতিরিক্ত মূল্য দাবি করে, তবে গ্রাহক সহজেই সরকার কর্তৃক নির্ধারিত মূল্য পরিসর দেখাতে সক্ষম হবেন।   ৪. প্রতিটি জেলার জন্য নির্ধারিত যোগাযোগ নম্বরের সুবিধা রয়েছে, যার মাধ্যমে গ্রাহক অতিরিক্ত মূল্য চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন। ৫. অ্যাপটির ব্যবহারকারী ইন্টারফেস অত্যন্ত সহজ এবং সুসংগঠিত, যা দেশের যেকোনো সাধারণ ব্যবহারকারী খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ৬. সরকারি প্রশাসন তাদের নিজস্ব প্রশাসনিক স্তর অনুযায়ী মূল্য আপডেট এবং অন্যান্য কাস্টমাইজেশন করতে পারবেন, যা সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণাধীন থাকবে।    অ্যাপের সুবিধাসমূহ: ১. ‘বাজারদর’ অ্যাপের মাধ্যমে বাজারে খাদ্যদ্রব্যের সঠিক মূল্য নিশ্চিত হবে, যা সাধারণ মানুষকে অতিরিক্ত দাম থেকে রক্ষা করবে।     ২. অ্যাপটি অত্যন্ত দ্রুতগতিতে কাজ করে এবং এটি ব্যবহার করা অত্যন্ত সহজ। সরকারী কর্মীদের জন্য সর্বাধিক ১ ঘণ্টার প্রশিক্ষণ প্রয়োজন হবে।    ৩. এই অ্যাপটি সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হবে এবং কোনো সরকারি অর্থ ব্যয় ছাড়াই তৈরি হয়েছে।  ৪. ‘বাজারদর’ অ্যাপটি নতুন বাংলাদেশের পথ তৈরি করবে এবং এটি একটি সুশাসিত বাজার ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হবে। এই অ্যাপটি সরকার এবং সাধারণ মানুষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে, যা সঠিক এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  মো. ইব্রাহিম মোল্লার দাবি, ‘বাজারদর’ অ্যাপটি বাজারের মূল্য নির্ধারণে একটি স্বপ্নময় বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  
২৭ আগস্ট ২০২৪, ১৫:৫৫

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ফের চালু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন
কক্সবাজার-চট্টগ্রাম রুটে ফের চালু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সবকিছু ঠিক থাকলে পরদিন চট্টগ্রাম থেকে রওনা দেবে কক্সবাজারের উদ্দেশ্যে।  বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানী। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ২২ আগস্ট থেকে ঢাকা-কক্সবাজারের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল কক্সবাজার-চট্টগ্রাম রুটের ঈদ স্পেশাল ট্রেনও। তিনদিন পর কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল চালু হলেও বন্ধ থাকবে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেন। স্থানীয়রা জানান, গত ৮ এপ্রিল ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে শুরু হয়েছিলো ঈদ স্পেশাল ট্রেন। বাসের তুলনায় দাম ও সময় কম লাগায় অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে এ ট্রেনটি। এ বিষয়ে স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন, শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে।
২৫ আগস্ট ২০২৪, ১৩:০৬

ঈদে পর্যটন ব্যবসা চাঙা কক্সবাজারে
ঈদুল আজহার ছুটির শেষ দিকে আশানুরূপ পর্যটক সমাগম ঘটেছে কক্সবাজারে। ঈদের চতুর্থ দিনে প্রায় আবাসিক হোটেলে শতভাগ বুকিং রয়েছে। সমুদ্র সৈকতেও উপচেপড়া ভিড়। অথচ, ঈদের প্রথম দিন থেকে পর্যটক খরায় ভুগছিল হোটেলগুলো। রেললাইন যাতায়াতের সুব্যবস্থার কারণে পর্যটকরা আগের তুলনায় বেশি আসছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটক সমাগম হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝেও চাঙাভাব লক্ষ্য করা গেছে। এবার ঈদুল আজহায় টানা পাঁচ দিনের ছুটি ছিল। ঈদের প্রথম দিন কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের চেয়ে স্থানীয়দের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। তবে, বৃহস্পতিবার ঈদের চতুর্থ দিন ছিল এর সম্পূর্ণ ব্যতিক্রম। এদিন সৈকতের মূল তিনটি পয়েন্ট কলাতলী, সুগন্ধা ও লাবণী পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে আসা পর্যটক আহসান হাবিব জানান, এবার ঈদুল আজহার ছুটিতে পরিবারসহ কক্সবাজার ঘুরতে এসে ভালো লাগছে। সমুদ্র সৈকতে কাটানো মুহূর্তগুলো সত্যিই আনন্দদায়ক। রাজশাহী থেকে আসা আরেক পর্যটক ইফতেখার উদ্দিন জানান, এখানকার পরিবেশ খুবই চমৎকার। কোনো বিশৃঙ্খলা নেই। কলাতলী মেরিন ড্রাইভ আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানান, এবার ঈদুল আজহার ছুটির প্রথম দিক থেকেই কক্সবাজারের তারকা মানের হোটেলগুলোতে আশানুরূপ পর্যটক এসেছে। নিম্ন ও মাঝারি মানের হোটেলে ছুটির শেষদিকে পর্যটক উপস্থিতি বেড়েছে। অথচ, প্রথমদিকে পর্যটকদের উপস্থিতি কম থাকায় আমরা হতাশ ছিলাম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যটন শহর কক্সবাজারে ছোট বড় মিলে ৫ শতাধিক হোটেল-মোটেল, গেস্ট হাউজ ও কটেজে প্রতি ঈদের ছুটিতে প্রায় শতভাগ বুকিং থাকে। কিন্তু এবারের ঈদুল আজহার প্রথম দিকে মাত্র ৪০-৫০ ভাগ বুকিং ছিল। অবশেষে ছুটির শেষ দিকে আশানুরূপ বুকিং হয়েছে। এবার ছক্কা মেরেছে তারকা মানের হোটেলগুলো। ঈদের পুরো ছুটিতেই শতভাগ বুকিং আছে তারকামানের হোটেলগুলোতে। তারকামানের হোটেল সি প্রিন্সেসের জেনারেল ম্যানেজার বদরুল ইসলাম জানান, এবার অন্য হোটেলের কথা বলতে পারব না, তবে আমাদের হোটেলে তিন-চার দিন শতভাগ বুকিং রয়েছে। তবুও বলব, অতীতের মতো ভালো ব্যবসা হচ্ছে না। হোটেল সায়মন বিচ রিসোর্টের ফ্রন্ট ডেস্ক অফিসার সারোয়ার আলম বলেন, আমাদের হোটেলে বুকিং শতভাগ। কর্তৃপক্ষের নির্দেশে ছাড় ঘোষণা করা হয়েছে। রয়েছে বুফে লাঞ্চ ও ডিনারের ব্যবস্থাও। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা বলেন, রেললাইন হওয়ায় আগের তুলানায় পর্যটক সমাগম বেশি হয়েছে। সত্যি আমরা আশান্বিত। এটা কক্সবাজারের পর্যটন ব্যবসার ক্ষেত্রে একটা ভালো দিক। আবাসিক হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, কোরবানির ঈদের শেষের দিকে পর্যটক সমাগম বেশি হওয়ায় আগের লোকসান পুষিয়ে নেওয়া যাবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা জোরদারে বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ছুটির দিনগুলোতে সমুদ্র সৈকতসহ পর্যটন জোনে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসিটিভি ক্যামরায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত আছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, পর্যটকদের সুযোগ-সুবিধার বিষয় নিয়ে জেলা প্রশাসন কাজ করছে। আবাসিক হোটেল ও রেস্টুরেন্টগুলো যাতে অতিরিক্ত টাকা আদায় না করে সেদিকে নজর দেওয়া হয়েছে। এসব বিষয় বাস্তবায়নে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালতের টিম।
২০ জুন ২০২৪, ১৮:৫৯

টিকিট কালোবাজারি এ বছরের পর আর থাকবে না: র‍্যাব
এ বছরের পর আর টিকিট কালোবাজারি থাকবে না বলে আশ্বাস দিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।  বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এ আশ্বাস দেন তিনি। র‍্যাবের এ কর্মকর্তা বলেন, এ বছর দূরপাল্লার (আন্তনগর) ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে। তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মোবাইল ট্র্যাকিং চালু রাখা হয়েছে। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে কাজ করছে র‍্যাব। কমান্ডার আরাফাত ইসলাম বলেন, টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। এ বছরের পর  কালোবাজারি আর থাকবে না। র‍্যাব জনগণের পাশে আছে জানিয়ে এরপর তিনি বলেন, প্রতিটি বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে আমাদের ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে, মোবাইল টিম রয়েছে। যেকোনো ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের অনুরোধ করবো আপনাদের যেকোনো অভিযোগ থাকলে জানান, র‌্যাব আপনার পাশেই আছে। এ র‍্যাব কর্মকর্তা আরও বলেন, রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আছেন। যাত্রীদের হয়রানি বিশেষ করে নারী হয়রানি যেন না হয় সে বিষয়ে র‌্যাব কাজ করে যাবে। বিভিন্ন অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। যাত্রাকালে আপনারা অপরিচিত কারও সঙ্গে সখ্য গড়ে তুলবেন না। বৃহস্পতিবার (১৩ জুন) চলছে ঈদযাত্রার দ্বিতীয় দিন। প্রথম দিনের তুলনায় আজ যাত্রীর চাপ বেড়েছে কমলাপুরে। টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকেই আজ সময়মতো কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। গতকাল বুধবার আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় রেলের ঈদযাত্রা।
১৩ জুন ২০২৪, ১১:৩৩

কক্সবাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়ার আবু মাঝির বসতবাড়ি-সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আরিফা মনি (৪) বাড়ির মালিক হাফেজ মাহবুবুর রহমানের মেয়ে ও ইলমা মনি (৫) ইসলামাবাদ ইউনিয়নের সাতজুলাকাটা গ্রামের দুলা মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান।  তিনি বলেন, ‘ইলমা মনি মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে আসে এবং দুপুরে মামাতো বোন আরিফাসহ বাড়ির বাইরে খেলতে বের হয়। এরপর দুই শিশু সবার অজান্তে বাড়ির আঙ্গিনা সংলগ্ন পুকুরে পড়ে যায়। এ দিকে তাদের কোথাও না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে বাড়ির লোকজন।’  তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।’
০৯ জুন ২০২৪, ২৩:৪০

সারাদেশে ১৩০ প্রতিষ্ঠানকে জরিমানা
সারাদেশে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে ১৩০ প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ২১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ মে) দেশের সব বিভাগ ও জেলায় খুচরা, পাইকারি ও রিফাইনারি পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের চারটি টিম বাজার তদারকি করে। এ ছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫৫টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।  ভোক্তা অধিদপ্তর জানায়, সারাদেশে ৫৮ টিমের বাজার তদারকির অভিযানে ১৩০ প্রতিষ্ঠানকে ২১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।  
২৩ মে ২০২৪, ২৩:১০

চীনে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন
লোকায়ত সংস্কৃতির ডালা সাজিয়ে বর্ণিল আয়োজনে চীনে ঈদ পুনর্মিলনী এবং বাংলা বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে। ‘এসো হে বৈশাখ, এসো এসো’র কোরাস উপস্থাপন করে বাংলা নববর্ষকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। রবিবার (১৪ এপ্রিল) গুয়াংঝু শহরের সানইউয়ালি পার্কে বাংলাদেশি কমিউনিটি গুয়াংঝু (বিসিজি) এর আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানটি কয়েকটি পর্বে অনুষ্ঠিত হয়। হাজার মাইল দূরে থেকেও বাংলার ঐতিহ্য, সংস্কৃতি কোনো কিছুরই কমতি ছিলা না এই আয়োজনে। কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছে এ যেন এক টুকরো বাংলাদেশ।  আড়ম্বর আয়োজনে ছিল- নববর্ষের র‌্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বড়দের দেশীয় ঘরোয়া খেলা, কবিতা আবৃত্তি, বাংলা লোকসঙ্গীত পরিবেশন, আলোচনা সভা এবং ঐতিহ্যবাহী বাংলাদেশি নানা পদের খাবারের মাধ্যমে মধ্যাহ্নভোজ। গোলাম কাদের সিদ্দীকি এবং আবু সায়েদ সায়েমের উপস্থাপনায় অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সবাই সম্মিলিতভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ড. মিরাজ আহম্মেদ, হুমায়ন কবির দুলাল, কল্লোল কান্তি দেবনাথ, মামুন শিকদার, সাখাওয়াত হোসেন, আতিকুল্লাহ, মাহাদী অমিতসহ আরো অনেকে। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও লোক সংগীতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। তাছাড়া, দুই শতাধিক বাংলাদেশি ও চীনা নাগরিক এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
১৫ এপ্রিল ২০২৪, ১৩:০৯

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন মানুষ
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও কমলাপুর স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল দেখার মতো। বিভিন্ন কারণে যারা ঈদের আগে গ্রামের বাড়ি যেতে পারেননি তারা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দ্বিতীয় দিন রাজধানী ছাড়ছেন। তাদের মধ্যে একজন যশোরের যাত্রী রাশেদ খান। তিনি বলেন, ঈদে যাত্রাপথে পরিবার নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। আগের অভিজ্ঞতায় এবার ঈদের আগে বাড়ি যাওয়ার চিন্তা করেনি। এখন ভোগান্তি ছাড়াই ঈদের দ্বিতীয় দিন গ্রামের বাড়ি যাচ্ছি।  রাজশাহী যাচ্ছেন কাপড় ব্যবসায়ী সোলাইমান মিয়াজী। তিনি বলেন, অনেকেই চাঁদ রাতে কেনাকাটা করতে আসেন। শেষ সময়ে ব্যবসাও খুব ভালো হয়। তাই প্রতিবারের মতো এবারও ঈদের আগে বাড়ি যাওয়া হয়নি। তাছাড়া ঈদের দ্বিতীয় দিনে ভোগান্তি ছাড়াই আরামে যাওয়া যায়।     এদিকে, অনেকেই আবার ঈদের ছুটিতে আত্মীয়র বাসাতে বেড়াতেও যাচ্ছেন। এমনই একজন তামান্না বেগম। কলাবাগানে তার শ্বশুরবাড়ি। ঢাকায় ঈদ করে তিনি এখন যাচ্ছেন নরসিংদী বাবার বাড়িতে। তিনি বলেন, শ্বশুরবাড়িতে ঈদ করেছি। এখন স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি।   অন্যদিকে, এদিন ঢাকায় ছাড়ার পথে যাত্রীর চাপ থাকলেই ঢাকামুখি মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম।
১২ এপ্রিল ২০২৪, ১৪:২০

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 
মুন্সীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) মুন্সীগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মো. আবুজাফর রিপন এ কার্যক্রমের উদ্বোধন করেন।  এ সময় সদর উপজেলায় দুস্থ, অসহায় ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ৬০০ প্যাকেট উপহার বিতরণ করা হয়।  প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি মিনিকেট চাল, দুই কেজি পোলাওয়ের চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই প্যাকেট লাচ্ছা সেমাই, এক কেজি ডাল ও এক কেজি চিনি রয়েছে।  এ সময় জেলা প্রশাসক বলেন, সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ঈদের আনন্দ ও সৌহার্দ্যের বাণী ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই উপহার দিয়েছেন। সবাইকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা করেছি। এ যাত্রার সকল পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতের জন্য সরকার কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন সরকারের নির্দেশনা বাস্তবায়নে সর্বদা তৎপর রয়েছে। উপহার বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) জনাব ফেরদৌস ওয়াহিদ, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মিজ আফিফা খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. আতাউর রাব্বীসহ অনেকেই উপস্থিত ছিলেন। 
০৯ এপ্রিল ২০২৪, ১৮:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়